ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে ইউপি উপ-নির্বাচনে মেম্বার পদে মহিউদ্দিনের জয়

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
নবাবগঞ্জে ইউপি উপ-নির্বাচনে মেম্বার পদে মহিউদ্দিনের জয়

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে  সাত নম্বর ওয়ার্ডে মেম্বার পদে গাজী মহিউদ্দিন (তালা প্রতিক) নিয়ে জয়লাভ করেছেন। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আগলা ইউনিয়নের চরমধুরচরিয়া চান্দারটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত।

এ উপ-নির্বাচনে চার জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। প্রার্থীরা হলেন- গাজী মহিউদ্দিন (প্রতিক তালা মার্কা), রুবেল চৌধুরী  (মোরগ মার্কা), আলমগীর কবির (টিউবওয়েল মার্কা) ও আজিম খান (ফুটবল মার্কা)।

ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক ফলাফল ঘেষণা করেন। এতে গাজী মহিউদ্দিন তালা প্রতীক নিয়ে ২৭৫ ভোট পেয়ে জয়লাভ করেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দি আজিম খান (ফুটবল প্রতিক) ১৭৬ ভোট পেয়েছেন।

উল্লেখ্য এ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার গত কোরবানির ঈদের দিন (২০২০ সাল) হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা করেন। এরপর থেকে এ ওয়ার্ডে মেম্বার পদটি শূন্য হয়ে পড়ে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।