ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় মারা গেলেন এনডিপির নেতা আলিনুর রহমান 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
করোনায় মারা গেলেন এনডিপির নেতা আলিনুর রহমান  আলিনুর রহমান খান

সাভার (ঢাকা): সাভারে করোনা আক্রান্ত হয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) নেতা আলিনুর রহমান খান (৬৭) সাজুর মারা গেছেন।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়ায় নিজ বাড়িতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

 

এর আগে বেলা ১১টার দিকে ঢাকার বাড্ডায় একটি বেসরকারি মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

আলিনুর রহমান খান এনডিপির মহাসচিব। তিনি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজন কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গত ৬ দিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার করোনা পরীক্ষা করা হয়। ফলাফলে তার করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মধ্য বাড্ডা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লাইফ সাপোর্টে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।