ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মরিচ্যা চেকপোস্টে চার্লি ডগ উদ্ধার করলো ১০ হাজার ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
মরিচ্যা চেকপোস্টে চার্লি ডগ উদ্ধার করলো ১০ হাজার ইয়াবা

কক্সবাজার: কক্সবাজারের মরিচ্যা যৌথ চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা বড়িসহ নুর মোহাম্মদ (২০) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত ৯টার দিকে মেইল বার্তায় বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক নুর মোহাম্মদ উখিয়ার কুতুপালং দুই নম্বর রোহিঙ্গা শিবিরের ডি-ব্লকের মো. ইউসুফ আলীর ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, সকালে কক্সবাজারমুখি অটোরিকশায় চার্লি ডগ দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার নিচে চ্যাসিসের সঙ্গে কালো কসটেপ দিয়ে মোড়ানো অবস্থা থেকে ১০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়।

তিনি জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।