ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
পঞ্চগড়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সচিন দত্ত (২৭) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামাড়া ইউনিয়নের যতনপুকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সচিন দত্ত তেঁতুলিয়া উপজেলার গড়িয়াগছ এলাকার বিজয় দত্তের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সচিন ফুটকিবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে একাই পঞ্চগড় বাজারে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হাড়িয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবু আক্কাছ আহম্মেদ বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।