ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

১ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
১ হাজার বোতল ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: ঢাকার আমিন বাজার এলাকায় একটি পিকআপ থেকে ১ হাজার বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- মোশারফ হোসেন (৫৬) ও মনিরুল ইসলাম ওরফে মনির কাজী (২৬)।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে আমিন বাজার শাহ ফিলিং স্টেশনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক জিয়াউর রহমান জানান, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে অভিনব পন্থায় পিকআপে করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।