ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে যুবকের মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
মতিঝিলে যুবকের মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মতিঝিল থেকে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবক মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মতিঝিল সিটি সেন্টারের সামনের রাস্তায় এক যুবকের মরদেহ পড়ে আছে এমন খবরে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিনগত রাতে সেখানে যাই। পরে সেখান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে, সিটি সেন্টার ভবন থেকে লাফিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে অথবা কেউ মেরে ফেলে দিয়েছে। এখনও কোনো পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।