ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বায়তুল মোকাররমে বাড়তি নিরাপত্তা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
বায়তুল মোকাররমে বাড়তি নিরাপত্তা  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার

ঢাকা: ভাস্কর্য ইস্যুতে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাড়তি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) জুম্মার নামাজের আগ থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভাস্কর্য ইস্যুতে যাতে জুম্মার নামাজের পর বায়তুল মোকাররম থেকে কোনো মিছিল বের করা না হয়, যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  

সরজমিনে গিয়ে দেখা যায়, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেটসহ অাশপাশের পুরো এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ দাঁড়িয়ে রয়েছে। প্রস্তুত জলকামানও।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
টিএম/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।