ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
কুষ্টিয়ায় কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে শাওন (১৭) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নওয়াপাড়া এলাকার তার নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাওন ওই এলাকার সেকেন মোল্ল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শাওন কুষ্টিয়া শহরের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) শাওন তার পরিবারের কাছে তাদের প্রেমের সম্পর্কের কথা জানান এবং বিয়ে দেওয়ার জন্য বলেন। কিন্তু পরিবারের লোকজন তাতে অসম্মতি প্রকাশ করেন এবং শাওনকে বকাবকি করেন। শুক্রবার সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাওনের মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।

পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান শুভ্র প্রকাশ দাস।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।