ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ফেনসিডিলিসহ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ফেনীতে ফেনসিডিলিসহ মাদক বিক্রেতা আটক

ফেনী: ফেনীর মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ১২৭ বোতল ফেনসিডিলসহ  জালাল আহম্মদ (৬১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৭ ফেনী ক্যাম্প।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাদক বিক্রেতা জালাল আহম্মদ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সোনাইচা এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে।  

র‌্যাব জানায়, গোপন সংবাদের সংবাদের ভিত্তিতে শহরের হাজারী রোডের মাথায় হোটেল রাইসা আবাসিক বোডিংয়ের সামনে চট্টগ্রামগামী মহাসড়কের উপর অভিযান চালায় র‌্যাব। তখন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিকে তল্লাশি করে ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-০৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার জুনায়েদ জাহেদী বলেন, গ্রেফতার আসামিরা এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ নেওয়ার জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য এক লাখ ২৭ হাজার টাকা।  

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসএইচডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।