ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
চাকরির নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক ২ ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে এসে শহীদুল্লাহ ও ওসমান আলী নামে দু’জন আটক হয়েছেন।

শুক্রবার (১১ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের পরীক্ষার সময় তারা আটক হন।

আটক দু’জনের মধ্যে শহীদুল্লাহর বাড়ি জামালপুরে ও আলীর বাড়ি ফরিদপুরে।

জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বাংলানিউজকে জানান, বেলা ১১টার দিকে রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অন্যের হয়ে পরীক্ষায় প্রক্সি দিতে এসে শহীদুল্লাহ ও আলী ধরা পড়েন।  

পরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও রাহাত বিন কুতুব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ভুয়া পরীক্ষার্থীকে সাতদিন করে কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এসআরাএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।