ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খুরুশকুলে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
খুরুশকুলে মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে সদরের খুরুশকুলে মাটির নিচে চাপা পড়ে রাহমত উল্লাহ (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১২ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

নিহত রাহমত তেতৈয়া দক্ষিণপাড়ার আলতাজ আহমদের ছেলে।

স্থানীয় বাসিন্দা হেদায়েত উল্লাহ বাবুল বাংলানিউজকে জানান, খুরুশকুলের তেতৈয়া দক্ষিণপাড়ায় পাহাড়র কেটে মাটি নিয়ে যাওয়ার সময় মাটি চাপা পড়ে ওই শ্রমিক। এতে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দীন  জানান, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে সংঘবদ্ধ সিন্ডিকেট রাতের আঁধারে পাহাড় কাটছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে।

বাংলাদেশ সময়: ৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।