ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ ইরফান (২০) ও বাবলু শাহ (৩৫) নামে দু’জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)।  

শনিবার (১২ ডিসেম্বর) বিকেল ও সন্ধ্যায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে সাত হাজার ৯০০ ইয়াবা বড়ি ও ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে ইরফানকে আটক করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করে সাত হাজার ৯০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তিনি রাতারাতি বড়লোক হওয়ার নেশায় ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।

অপরদিকে সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুর থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বাবুল শাহকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তা থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক তিন লাখ ৭৫ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।