ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিকদের আনন্দযাত্রা

ঢাকা: নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় কর্মরত দক্ষিণবঙ্গের সাংবাদিক সমাজ।

শনিবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আনন্দযাত্রা’ শীর্ষক অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সহ-সভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব শাবান মাহমুদ।

এসময় আরও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক, আজিজুল ইসলাম ভূঁইয়া, লায়েকুজ্জামান ও হেমায়েত হোসেন, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ডিইউজে’র প্রচার সম্পাদক আছাদুজ্জামান, ঢাকাস্থ গোপালগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম বাবুল হোসেন, সাবেক সভাপতি প্রমোদ রঞ্জন বিশ্বাস, সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি জাকির হোসেন ইমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ডিএন/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।