ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডুমুরিয়ায় বাসচাপায় ২ ভাই নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ডুমুরিয়ায় বাসচাপায় ২ ভাই নিহত ছবি: প্রতীকী

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বাসচাপায় সাব্বির হোসেন (১৫) ও রাকিবুল হাসান (৫) নামে দুই ভাই নিহত হয়েছে।  

শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে চুকনগর-যশোর সড়কের শুকুর আলীর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

তারা উপজেলার রোস্তমপুর গ্রামের আমজাদ হোসেন শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, বিকেলে সাব্বির ও তার ছোট ভাই রাকিবুল মাকে নিয়ে ভ্যানে করে চুকনগর বাজার আসে। ভ্যানটি হঠাৎ নষ্ট হয়ে গেলে তারা মেরামত করতে সড়কের পাশে একটি গ্যারেজে নিয়ে যায়। এ সময় যশোর থেকে চুকনগরগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই রাকিবুল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চুকনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ১২, ২০২০
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।