ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে হালখাতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২০
ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে হালখাতা

ময়মনসিংহ: ময়মনসিংহে বসুন্ধরা সিমেন্টের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর মেসার্স নিউ আন ট্রেডার্স এবং মেসার্স আর. এস ট্রেডিং এর উদ্যোগে হালখাতা অনুষ্টিত হয়েছে।  

শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর সোহাগ পার্টি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে শতাধিক ব্যবসায়ি এবং তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করেন। মেসার্স নিউ আন ট্রেডার্স এর স্বত্তাধিকারী রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো: শাহীন ইসলাম খান। এসময় বিশেষ অতিথি হয়ে চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর, বসুন্ধরা গ্রুপ) খন্দকার কিংশুক হোসাইন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিজিএম সেলস মো. পলাশ আকতার, এজিএম সেলস্ লুৎফুল হক খসরু (ঢাকা উইং), ম্যানেজার (মার্কেটিং ফাংশন্স ব্র্যান্ড) মো. সাইফুল ইসলাম রুবেল, ডিএসএম মো. শওকত ওসমান সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় অনুষ্ঠান পরিচালনা করেন মো. সাইফুল ইসলাম রুবেল।

বাংলাদেশ সময় ২১০৩ ঘন্টা, ১২ ডিসেম্বর, ২০২০ 
একে/ এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।