ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ, আটক ৩ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
সৈয়দপুরে পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ, আটক ৩  গাঁজাসহ আটক বিক্রোতারা। ছবি: বাংলানিউজ

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে পৃথক অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। এসময় তিন মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়।

 

শনিবার (১২ ডিসেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়।  আটক বিক্রেতারা হলেন- নুরনবী ওরফে রনি, আনোয়ার হোসেন ও মো. রাজীব হোসেন।  

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে কুমিল্লা থেকে ঠাকুরগাঁওগামী একটি নাইট কোচ থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময়  নুরনবী ওরফে রনি, আনোয়ার হোসেন নামে দুই জনকে আটক করা হয়।  

অপরদিকে বসুনিয়ার মোড় এলাকা থেকে পাঁচ কেজি গাঁজাসহ মো. রাজীব হোসেনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়।

সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের রোববার (১৩ ডিসেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।