ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত 

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলম হোসেন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর-খুটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) উপ-পরিদর্শক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আলম হোসেনের বাড়ি উপজেলার চকদোমাদী গ্রামে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালক তার ছেলে আরিফুল ইসলাম আহত হয়েছেন।

পবা হাইওয়ে থানার (শিবপুরহাট) উপ-পরিদর্শক লুৎফর রহমান বাংলানিউজকে বলেন, নিহত আলম হোসেন তার ছেলের মোটরসাইকেলে চড়ে বানেশ্বর বাজারের দিকে আসছিলেন। পথে খুটিপাড়া এলাকায় তিনি মোটরসাইকেল থেকে হঠাৎ মহাসড়কে পড়ে যান। এসময় পেছনে থাকা যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।