ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতভর সন্ত্রাস ও মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১২ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশের এ অভিযানে ৯ জন ছিনতাইকারী ও একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- শ্যামল, শহিদুল ইসলাম স্বপন, হিমেল, জাহিদ, ফয়সাল, রতন, সোহেল, আকাশ, মোক্তার হোসেন এবং আনোয়ার হোসেন।

এসময় মাদক ব্যবসায়ীর কাছ থেকে ১৫টি ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা এবং ছিনতাইকারীদের কাছ থেকে ৬টি মোবাইল, ৩৫০০ টাকা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি ছুরি, ২টি চাপাতি উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত ছিনতাইকারীরা পেশাদার এবং এদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেছে দুই ভুক্তভোগী এবং গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আগে থেকেই মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।