ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেগমগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
বেগমগঞ্জে ট্রাকচাপায় কিশোর নিহত দুর্ঘটনাতবলিকত ট্রাক। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে বালুবাহী ট্রাকচাপায় ইয়াছিন আরাফাত সোহাগ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ সময় ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে চালকসহ আহত হয়েছে দুই জন।

রোববার (১৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কালিকাপুর ইমদাদিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইয়াছিন আরাফাত সোহাগ উপজেলার জিরতলী ইউনিয়নের উত্তর জিরতলী গ্রামের সেলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে সোহাগ নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কের কালিকাপুর ইমদাদিয়া মাদ্রাসা এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় লক্ষ্মীপুরগামী বালুবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে গেলে চালকসহ দুই জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি উদ্ধার করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়েরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।