ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আইসিইউতে নেই চিকিৎসক, অপারেশনকক্ষে থাকেন পরিচ্ছন্নকর্মী!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
আইসিইউতে নেই চিকিৎসক, অপারেশনকক্ষে থাকেন পরিচ্ছন্নকর্মী! সিলেটে মা ও শিশু হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সিলেট: হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেই চিকিৎসক। অপারেশন কক্ষে থাকেন পরিচ্ছন্নকর্মীরা-এমন অনিয়মের দায়ে সিলেটে ‘মা ও শিশু হাসপাতাল’কে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ জরিমানা করেন।

অভিযানিক দল সূত্র জানায়, হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ পরিচ্ছন্নকর্মীসহ অন্যরা নিজেদের ইচ্ছেমতো ব্যবহার করতেন। বেডসিট, বালিশসহ খুবই নোংরা পরিবেশ দেখতে পায় অভিযানিক দল। অস্ত্রোপচার কক্ষে ব্যাগ, টিফিনসহ পরিচ্ছন্নকর্মীদের ব্যবহৃত বিভিন্নি উপকরণ রাখা ছিল। আইসিইউতে বিশেষজ্ঞ কোনো চিকিৎসক নেই। সেখানে যাকে পাওয়া যায় তিনি ডিপ্লোমাধারী। সেইসঙ্গে মূল্য তালিকা দিয়ে গলা কাটছেন রোগিদের। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘন্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।