ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় কবরস্থানের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
মাগুরায় কবরস্থানের কমিটি নিয়ে সংঘর্ষ, আহত ১৫

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আড়পাড়ায় কবরস্থানের কমিটি নিয়ে দু’পক্ষের সমর্থকদের সংঘর্ষে নারীসহ অনন্ত ১৫ জন আহত হয়েছেন।

রোববার (১৩ নভেম্বর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, কবরস্থানের নতুন কমিটি নিয়ে শনিবার রাতে আড়পাড়ার সাকেন মোল্লা ও একই গ্রামের জাহাঙ্গীর খানের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রোববার বিকেল পৌনে ৫টার দিকে দুই গ্রুপের লোকজন রামদা, রড, ঢাল, সড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের নারীসহ অনন্ত ১৫ জন আহত হন। আহতদের একজনকে ফরিদপুর মেডিক্যাল ও পাঁচজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক বিশ্বসা বাংলানিউজকে জানান, ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।