ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে আগুনে পুড়লো ১০০০ ঘনফুট গ্যাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
সিলেটে আগুনে পুড়লো ১০০০ ঘনফুট গ্যাস আগুন

সিলেট: সিলেট শহরতলীর টুকেরবাজারে গ্যাস পাইপ লাইনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের এলাকা।

তবে এর আগেই পুড়ে গেছে ১০০০ ঘনফুট গ্যাস।

রোববার (১৩ ডিসেম্বর) বিকেলে জালালাবাদ গ্যাসের লোকজন পাইপ মেরামত করতে গিয়ে ক্রেন দিয়ে মাটি কাটেন। এতে চার ইঞ্চি পাইপটি ক্ষতিগ্রস্ত হয়ে ২০ স্কয়ার ফিট এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ে বলে জানান সিলেট দমকল বাহিনীর উপ-পরিচালক কোবাদ আলী সরকার।  

তিনি বলেন, আগুনের ঘটনা ভয়াবহ আকার ধারণ করতে পারতো। জনতার সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

সিলেট জালালাবাদ গ্যাস লিমিডেটের উপ-ব্যবস্থাপক সালাম আহমেদ বলেন, সুরমার উপর শাহজালাল তৃতীয় সেতুর কাছে ক্রেন দিয়ে মাটি খুঁড়তে গিয়ে সেন্ট্রাল পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গ্যাস বেরিয়ে আগুন নেভাতে সদর উপজেলার বাদাঘাট এলাকায় দু’টি বাল্ব ফিট বন্ধ করে দেওয়া হয়েছে। লাইন মেরামতের পর আবারও গ্যাস সরবরাহ চালু করা হবে।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলীর টুকেরবাজার শাহজালাল তৃতীয় সেতু সংলগ্ন একটি চা দোকানের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে চা দোকানিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক আহতদের নাম জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সড়কের পাশে গ্যাস লাইনে হঠাৎ আগুন লাগে। এরপর তারা দমকল বাহিনীকে খবর দেয়।

স্থানীয়দের ধারণা, এদিন বিকেলে সেতু সংলগ্ন এলাকায় এক্সেভেটর দিয়ে মাটি কাটা হয়। এতে সেন্ট্রাল গ্যাস লাইনের পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে।

সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বাংলানিউজকে বলেন, গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে আগুন লেগেছে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।