ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে ১৮ লাখ টাকার মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
ফেনীতে ১৮ লাখ টাকার মাদক উদ্ধার

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে মাদক বহনে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. সেলিমুদ্দোজা।

তিনি জানান, রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধীনস্ত যশপুর বিওপির একটি নিয়মিত টহলদল ছাগলনাইয়া উপজেলার কলোনি নামক স্থান থেকে ভারতীয় ৬ হাজার পিস ইয়াবা ও ৫ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়।

জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানান ওই বিজিবি কর্মকর্তা। টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলেই মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।