ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক র‍্যাবের অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের মেঘনা টোল প্লাজা ও সানারপাড় এলাকায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিনিয়র এএসপি মো. মশিউর রহমান।

১২ ডিসেম্বর সোনারগাঁ থানাধীন মেঘনা টোল প্লাজার সোনারগাঁ প্রান্তের চট্টগ্রাম-ঢাকাগামী হাইওয়ে সড়কে চেকপোষ্ট স্থাপন করে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস তল্লাশী করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মো. শামীম (২০) কে আটক করা হয়। অপর একটি পৃথক অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকা হতে মাদক ব্যবসায়ী মো. সাজ্জাদ হোসেন (২৪) কে আটক করা হয় এবং তার হেফাজত হতে ৩৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।