ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধার মরদেহ উদ্ধার, আটক ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেজিয়া (৭০) নামে এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত রেজিয়া মেয়েসহ চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের নয়াআটি মুক্তি নগর এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রেজিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গইচ্ছা গ্রামের মৃত নুরুল ইসলামের স্ত্রী।  

আটক চারজন হলেন নিহত রেজিয়ার মেয়ে নাজমা ও তার স্বামী আলম, নাজমার মেয়ে ফারিয়া আক্তার এবং নাজমার ছেলে আলামিন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বাংলানিউজকে জানান, মেয়ে নাজমার সঙ্গে সিদ্ধিরগঞ্জের মুক্তি নগর এলাকায় থাকতেন রেজিয়া। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আমরা চার জনকে আটক করেছি। নিহত রেজিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।