ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে জরুরি সেবায় ‘৯৯৯’ গাড়ির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
সিরাজগঞ্জে জরুরি সেবায় ‘৯৯৯’ গাড়ির উদ্বোধন ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে জরুরি সেবায় নিয়োজিত ‘৯৯৯’ দু’টি মাইক্রোবাসের উদ্বোধন করলেন পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ে মাইক্রোবাস দু’টির চাবি হস্তান্তর করেন তিনি।

 

এ সময় ডিআইজি আব্দুস সালাম-পুলিশ সুপার অপারেশন অ্যান্ড ট্রাফিক ডিআইজি অফিসের পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড ট্রাফিক) আব্দুস সালাম, সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম, পুলিশ সুপার (ইন সার্ভিস) মো. শরীফুল হক, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ছবি: বাংলানিউজ

গাড়ি দু’টি উদ্বোধন শেষে ডিআইজি আব্দুল বাতেন সাংবাদিকদের বলেন, আমরা ‘৯৯৯’ এর সেবা আরও বেশি মানুষকে পৌঁছে দেওয়ার জন্য ‘৯৯৯’ নামে কিছু গাড়ি ডেডিকেটেট করেছি। বগুড়া ও নওগাঁতে ইতোমধ্যে দেওয়া হয়েছে। সোমবার সিরাজগঞ্জে দু’টি গাড়ি দেওয়া হলো। এখন আমাদের ডেডিকেটেট ম্যান ও ডেডিকেটেট গাড়ি থাকবে। ‘৯৯৯’ এ কল আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কাছে পৌঁছে যাবে তার সার্ভিস।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।