ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী দিবসে নওগাঁয় দেড় হাজার মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
বুদ্ধিজীবী দিবসে নওগাঁয় দেড় হাজার মোমবাতি প্রজ্জ্বলন মোমবাতি মিছিল।

নওগাঁ: শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে নওগাঁয় আলোর মিছিল ও দেড় হাজার মোমবাতি প্রজ্জ্বলন করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ নওগাঁ’।  

সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের মুক্তির মোড় শহীদ স্মৃতিস্তম্ভ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে শহীদ স্মৃতিস্তম্ভে দেড় হাজার মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এর আগে বিকেলে একই স্থানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী।

এ সময় সংগঠনটির উপদেষ্টা কবি আতাউল হক সিদ্দিকী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম, কায়েস উদ্দিন, দ্বিন আলী, সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এ এম রাসেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রউফ পাভেল, সহ-সাধারণ সম্পাদক মাকফুরুল হাসান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক বিষনো কুমার দেবনাথ শহীদ পরিবারের সদস্যসহ শহরের বিশিষ্ট ব্যক্তিরা আলোচনায় অংশ নেয়।

অনুষ্ঠানে বক্তারা নওগাঁর ৩০ জন বুদ্ধিজীবীর তালিকা তুলে ধরে দ্রুতই তাদের জাতীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।