ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মাগুরায় মোমবাতি প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মাগুরায় মোমবাতি প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজ

মাগুরা: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মাগুরা শহরের নোমানী ময়দান মাঠে শহীদ বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।  

জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিবসটি যথাযথভাবে পালন করা হয়।

 

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) ডা. আশরাফুল আলম, পুলিশ সুপার (এসপি) খান মহম্মদ রেজওয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্জক কুণ্ড, উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডা. প্রদিপ কুমার সাহা,  যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান প্রমুখ।

আলোচনায় সভায় শহীদ বুদ্বিজীবীদের জীবনী নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।