ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
তেঁতুলিয়ায় ট্রাকচাপায় বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুস সালাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার কালান্দিগঞ্জের বাইপাস এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম উপজেলার শালবাহান ইউনিয়নের টাইগছ গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুস সালাম কালান্দিগঞ্জ বাজার থেকে মহাসড়ক ধরে বাইসাইকেলে বাড়িতে ফিরছিলেন। তখন পেছন থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে যান।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।