ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে রোহিঙ্গা নারীসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
গাজীপুরে রোহিঙ্গা নারীসহ আটক ২

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন বাসুগাঁও এলাকা থেকে ৩ হাজার ৮৪৫ ইয়াবা বড়িসহ ২ জন আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  
সোমবার (১৪ ডিসেম্বর) রাত ৮টার দিকে গাজীপুর র‌্যাব-১ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে।

 

আটককৃতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন বাসুগাঁও এলাকার আবুল কাশেম সরকারের ছেলে রেজাউল করিম (৩০) ও ছমিরা বেগম (২১) নামে এক রোহিঙ্গা নারী।  

গাজীপুর র‌্যাব-১ এর লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, পূবাইল থানাধীন বাসুগাঁও এলাকায় ইয়াবা টেবলেট কেনাবেচা হচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় রেজাউল করিম ও ছমিরা বেগমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার ৮৪৫ ইয়াবার বড়ি উদ্ধার করা হয়েছে। আটক ছমিরা বেগম সম্পর্কে রেজাউল করিমের শালিকা।  

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা কক্সবাজার থেকে ইয়াবাগুলো এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।