ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবেশীর রান্না ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
প্রতিবেশীর রান্না ঘর থেকে শিশুর মরদেহ উদ্ধার  বস্তার ভেতরে শিশুর মরদেহ ইনসেটে রাইসা

টাঙ্গাইল: টাঙ্গাইলের সখিপুরে নিখোঁজ হওয়ার পাঁচ ঘণ্টা পরে প্রতিবেশীর রান্না ঘর থেকে রাইসা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে হাতিবান্ধা ইউনিয়নের হতেয়া কেরানিপাড়া গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

রাইসা ওই গ্রামের প্রবাসী রাজু খানের মেয়ে।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজু খানের পরিবারের সঙ্গে প্রতিবেশীর বিরোধ চলছিলো। সোমবার বিকেল ৫টা থেকে রাইসাকে খুঁজে পাচ্ছিলো না তার পরিবার। অনেক খোঁজাখুজির পর তাদের এক প্রতিবেশীর রান্না ঘরের মাচার উপর বস্তার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল হক ভূঁইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।