ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
বিজয় দিবস উপলক্ষে সেনা ও নৌবাহিনীতে অনারারি কমিশন

ঢাকা: মহান বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সেনাবাহিনী ও নৌবাহিনীর বেশ কয়েকজন সদস্যকে অনারারি কমিশন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন অনারারি লেফটেন্যান্টকে অনারারি ক্যাপ্টেন পদে এবং ২২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশনড অফিসারকে অনারারি লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে। অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ২১ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশনড অফিসারকে অনারারি সাব লেফটেন্যান্ট পদে অনারারি কমিশন দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর ২৫ জন অনারারি লেফটেন্যান্ট থেকে অনারারি ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন— অনারারি লেফটেন্যান্ট (অপারেটর) মো. মুফিজুর রহমান, আর্মার্ড; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. ওয়াজেদ আলী, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. হেলাল উদ্দিন, আর্টিলারি; অনারারি লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওসিইউ)  মো. আকমল হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (সার্ভেয়ার) মো. ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (এ/ই) মো. নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (ওবিএম) মো. আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (এসএমটি) মো. আক্কাছ আলী, ইঞ্জিনিয়ার্স; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. আবদুল লতিফ, সিগন্যালস; অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) মো. এমদাদুল হক, সিগন্যালস; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. জামাল উদ্দিন খান, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. আব্দুল হাই ভূইয়া, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. আজিজার রহমান, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) নাছির আহমদ চৌধুরী, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (জিডি) এ কে এম নজরুল ইসলাম, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (করণিক) মো. আলী হোসেন, ই বেংগল; অনারারি লেফটেন্যান্ট (এসএমএস) মো. আবুল কাশেম মিয়াজি, এএসসি; অনারারি লেফটেন্যান্ট (জিডি) মো. মতিউর রহমান, অর্ডিন্যান্স; অনারারি লেফটেন্যান্ট (অ্যান্সিলারি) মো. মোতালিব হোসেন সরকার, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (এএআরসিটি) মো. আনোয়ার হোসেন, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (এসএমটি) মো. আজাদ হোসেন, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (এএ ভেহিক্যাল) মো. আলকাছ মিয়া, ইএমই; অনারারি লেফটেন্যান্ট (এইসি) সরদার গোলাম কিবরিয়া, এইসি; অনারারি লেফটেন্যান্ট (আইসিএ) এস এম রফিকুল ইসলাম, এএমসি।

সেনাবাহিনীর ২২ জন মাস্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশনড অফিসার থেকে অনারারি লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন— মাস্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাইভার), গাজী ফরিদুল ইসলাম, আর্মার্ড; মাস্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো. এখলাছুর রহমান, আর্টিলারি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (সার্ভেয়ার) মো. মোস্তাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (মেশন) মো. আব্দুর রশিদ, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওইপি) মো. নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ড্রাফটসম্যান) মো. আব্দুল করিম, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. আমিনুল হক, ইঞ্জিনিয়ার্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এফঅবএস) মো. মিকাইল ইসলাম, সিগন্যালস; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মুন্সী নূরুল ইসলাম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো: ইমদাদুল হক, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) এস এম টুটুল, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো. মাইনুল ইসলাম, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) মো. রুহুল আমিন, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মোহাম্মদ হেমায়েত উদ্দীন হাওলাদার, ই বেংগল; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. আমিনুর রসুল, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এমটি) মো. শাহীন উদ্দিন, এএসসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এসএমটি) মো. মোসলেম জাহাঙ্গীর মাসুদ, অর্ডিন্যান্স; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এএআরসিটি) খন্দকার আনিছুর রহমান, ইএমই; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) আ. হান্নান সেখ, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) মো. জামাল উদ্দিন হাং, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (এইসি) মো. নজরুল ইসলাম, এইসি; মাস্টার ওয়ারেন্ট অফিসার (ওটিএ) মো. আবুল কালাম আজাদ, এএমসি।

নৌবাহিনীর ২১ জন মাস্টার চিফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশনড অফিসার থেকে অনারারি সাব-লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন— মোহাম্মদ আবদুর রহমান, এমসিপিও (ও/ই); মোহাম্মদ আবদুল মজিদ, এমসিপিও (এল); মোহাম্মদ আবদুল আউয়াল, এমসিপিও (মেড) (আইসিএ); মোহাম্মদ নজরুল ইসলাম, এমসিপিও (এক্স) (জিএ-১); মোহাম্মদ আককাস আলী, এমসিপিও (এক্স) (এসআর-১); মোহাম্মদ সেকিল, এমসিপিও (এস); মোহাম্মদ ইব্রাহিম হোসেন, এমসিপিও (এক্স) (টিডি-১); মোহাম্মদ মহসিন সেখ, এমসিপিও (এস); মোহাম্মদ আবদুস ছালাম মিয়া, এমসিপিও (এক্স) (কিউএ-১); মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, এমসিপিও (এক্স) (পিটি-১); মোহাম্মদ মোখলেছুর রহমান, এমসিপিও (এক্স) (কিউআরপি-১), এনজিপি; মোহাম্মদ আবুল কালাম আজাদ, এমসিপিও (এক্স) (সিডি-১); মোহাম্মদ গোলাম আযম, এমসিপিও (আর) (এনজিপি); মোহাম্মদ আবদুল বারীক, এমসিপিও (ই), মোহাম্মদ জাকির হোসেন, এমসিপিও (কম); মোহাম্মদ সাইফুল ইসলাম (এমসিপিও) (ই) (ডিএম); মোহাম্মদ এনায়েত হোসেন মোল্যা, এমসিপিও (এক্স) (এফসি-১); মোহাম্মদ আক্তার হোসেন, এমসিপিও (এক্স) (কিউআরপি-১); মোহাম্মদ আসরাফ হোসেন, এমসিপিও (ই); মোহাম্মদ আতাউর রহমান ফকির, এমসিপিও (এক্স) (জিআই); মোহাম্মদ নাসির উদ্দিন আহম্মেদ, এমসিপিও (রেগ)।

সেনা ও নৌবাহিনীর এ অনারারি কমিশন ১৬ ডিসেম্বর ২০২০ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।