ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে নকল প্রসাধনীসহ যুবক আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
রাজশাহীতে নকল প্রসাধনীসহ যুবক আটক নকল প্রসাধনীসহ আটক রুস্তম আলী

রাজশাহী: রাজশাহী মহানগরে অভিযান চালিয়ে নকল প্রসাধনীসহ রুস্তম আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় আট লাখ ২৩ হাজার টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রুস্তম মহানগরের বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া পূর্বপাড়ার সাদের আলী ছেলে।
 
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে বেলপুকুর থানা পুলিশ রুস্তমের বাড়ি তল্লাশি করে বিভিন্ন নামি ব্র্যান্ডের এসব নকল প্রসাধনী জব্দ করে। এছাড়া উদ্ধার করা হয়েছে প্রসাধনী সামগ্রীর নকল প্যাকেটও। রুস্তমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।