ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার নতুন কমিটি সভাপতি অমরেশ রায়, সাধারণ সম্পাদক আছাদুজ্জামান ও দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সোহাগ

ঢাকা: ফরিদপুর জার্নালিস্ট ফাউন্ডেশন ঢাকার নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফউজে) কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিক লায়েকুজ্জামানের সভাপতিত্বে ২৭ সদস্য বিশিষ্ট সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে সংগঠনের সব সদস্যের উপস্থিতিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ভোরের কাগজ এর নিজস্ব প্রতিবেদক আছাদুজ্জামান।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হেড অব ডিজিটাল মিডিয়া চ্যানেল২৪ এর রাজিব খান, সহ-সভাপতি, বাংলাদেশ সংবাদ সংস্থার মুজিবুর রহমান জিতু, সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ক্রাইম রিপোর্টার আলী আজম, যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের সময়ের ক্রাইম রিপোর্টার হাবিব রহমান, সাংগঠনিক সম্পাদক দি নিউ নেশন পত্রিকার সিনিয়র রিপোর্টার রেজা মাহমুদ, কোষাধ্যক্ষ ঢাকা পোস্টের ক্রীড়া প্রতিবেদক আরাফাত জোবায়ের, দপ্তর সম্পাদক বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর নিউজরুম এডিটর রফিকুল ইসলাম সোহাগ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ভোরের কাগজ এর নিজস্ব প্রতিবেদক ইমরান রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি অনিমেষ কর, ক্রীড়া সম্পাদক দৈনিক সংবাদ-এর ক্রাইম রিপোর্টার মাসুদ রানা, জনকল্যাণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের জ্যেষ্ঠ সহ-সম্পাদক জাকিরুল ইসলাম, তথ্য প্রযুক্তি সম্পাদক এটিএন নিউজের নিউজরুম এডিটর সুদীপ ঘোষ। কার্যনির্বাহী সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক লায়েকুজ্জামান, দি ডেইলি সানের জ্যেষ্ঠ প্রতিবেদক ইসারফ হোসেন ইসা, দ্য ডেইলি অবজারভার এর প্রধান প্রতিবেদক শাহনাজ বেগম, দৈনিক আমাদের অর্থনীতি ও আমাদের নতুন সময় এর বিশেষ প্রতিনিধি আবুল বাশার নুরু, দৈনিক আলোকিত বাংলাদেশের অপরাধ বিষয়ক প্রতিবেদক সাজ্জাদ মাহমুদ খান, চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক ওবায়দুল রশিদ মামুন, এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়াজ জামান সজীব, দৈনিক জনকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক এম শাহজাহান, দৈনিক প্রকৃতির সংবাদ এর বার্তা সম্পাদক সিদ্ধার্থ শংকর, বাংলাদেশ টেলিভিশনের গবেষক সিরাজুল এহসান, নিউজ নাওয়ের এডিটর ইন চিফ ওয়াহিদ মিল্টন, লিড নিউজ ২৪ডট কম এর এডিটর সাহ জগলুল মেহেদী।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।