ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু  প্রতীকী

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় প্রাইভেটকারের ধাক্কায় অটোরিকশার যাত্রী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাইসার আহম্মেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে গণস্বাস্থ্য চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে বিকেলে তার মৃত্যু হয়।  

এসআই কাইসার আহম্মেদ বাংলানিউজকে জানান, সকালে ঢাকা-আরিচা মহাসড়কে একটি প্রাইভেটকারের যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী এক বৃদ্ধে গুরুতর আহত হন। পথচারীরা বৃদ্ধকে উদ্ধার করে গণস্বাস্থ্য চিকিৎসা কেন্দ্র ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।