ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাসচাপায় নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
মাদারীপুরে বাসচাপায় নারীসহ নিহত ২ প্রতীকী

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় বাসচাপায় ভ্যানের এক নারী যাত্রী ও ভ্যানচালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত দু’জন হলেন- মোস্তফাপুর এলাকার মজিবর মাদবরের স্ত্রী রাশেদা বেগম (৬০) ও একই এলাকার মজনু কারিকরের ছেলে ওহিদুল (২৫)।  

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নিজ বাড়ি থেকে বাবার বাড়ি জেলা সদর উপজেলার ঘটকচরে যাওয়ার উদ্দেশ্য ভ্যানচালক ওহিদুলের ভ্যানে করে মোস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে রওনা হন রাশেদা। পথে ভ্যানটি মস্তফাপুর এলাকায় একটি টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে ঢাকা থেকে বরিশালগামী বিএমএফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ওহিদুল ও যাত্রী রাশেদা নিহত হন। খবর পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্বার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নুর মোহাম্মদ সিকদার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।