ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

হরিণের ২৫ কেজি মাংসসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
হরিণের ২৫ কেজি মাংসসহ আটক ৪

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় হরিণের ২৫ কেজি মাংসসহ চার হরিণ শিকারিকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন-জপতোষ মণ্ডল (৩৮), টিটু মণ্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মণ্ডল (৩৮)।

তাদের বাড়ি মোংলা, খুলনা ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।  

তাদের মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, চার হরিণ শিকারি সোমবার (১৪ ডিসেম্বর) রাতে সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে দু’টি মোটরসাইকেলে করে বৌদ্ধমারী বাজারের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পথে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড়ে অবস্থান নেয় পুলিশ। এসময় তাদের কাছে ২৫ কেজি হরিণের মাংস পাওয়ায় তাদের আটক করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত মোটরসাইকেল দু’টিও জব্দ করা হয়।  

আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ২৬ (১) (খ) ও (২৬) (১ ক) (চ) ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ  সময়: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।