ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ১০ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ার ১০ বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা 

ব্রাহ্মণবাড়িয়া: মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জন শহীদ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।  

অনুষ্ঠানে স্বাধীন বাংলাদেশের জন্য শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বিভিন্ন অবদান নিয়ে স্মৃতিচারণ করা হয় এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নিতে সবার প্রতি আহ্বান জানানো হয়। পরে অতিথিরা ১০ জন শহীদ ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।  

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।