ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মরিশাসে হচ্ছে ‘বঙ্গবন্ধু সড়ক’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
মরিশাসে হচ্ছে ‘বঙ্গবন্ধু সড়ক’

ঢাকা: মরিশাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর এই সড়ক উদ্বোধন করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বিশ্বের বিভিন্ন দেশে সড়ক রয়েছে। বঙ্গবন্ধুর নাম সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে এসব সড়কের নামকরণ করা হচ্ছে।

মরিশাসের রাজধানী সেন্ট লুই শহরের একটি সড়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে থাকবে। ১৭ ডিসেম্বর বাংলাদেশ ও মরিশাসের শীর্ষ কর্মকর্তারা ভার্চ্যুয়ালি এ সড়ক উদ্বোধন করবেন।  

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও মরিশাসের উপপ্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিওবার্তা দেবেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২০
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।