ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় বালুবাহী ট্রাকের চাপায় মিলন মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের শেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিলন জেলার সরাইল এলাকার ভুলু মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানায়, সকালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে চা পান করছিলেন মিলন। এসময় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন মারা যায়।  

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।