ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
জয়পুরহাটে ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাটে ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন টিম বাপ্পী নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জয়পুরহাট শহরের সবুজ নগর, ধানমন্ডি, ইরাগ নগরসহ বিভিন্ন মহল্লায় বসবাসরত শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

 

জয়পুরহাট শহরের সবুজ নগর মহল্লার বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী মেহেদী বাপ্পীর অর্থায়নে চলমান করোনা পরিস্থিতিতে বিভিন্ন জনকে খাদ্যসামগ্রী, স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও জীবাণুনাশক স্প্রে করার ধারাবাহিকতায় বর্তমান শীত মৌসুমে অসহায় এসব মানুষকে একটি করে কম্বল বিতরণ করছে তারা।  

এভাবেই নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এই সংগঠনের কর্মীরা।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।