ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ-ডাকাতির ঘটনায় আদালতে চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ-ডাকাতির ঘটনায় আদালতে চার্জশিট

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে চাঞ্চল্যকর প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ ও ডাকাতির ঘটনায়  নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সাতজন গ্রেফতার হলেও এখনও দুই আসামি পলাতক রয়েছেন।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে আদালতে অভিযোগপত্র দাখিলের পর এক সংবাদ সম্মেলনে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল আজিজ বলেন, ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আমরা জড়িত সাত আসামিকে আমরা গ্রেফতার করি। পলাতক দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

গত ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি জেলা সদরের বলপাইয়া আদাম এলাকায় স্থানীয় এক ব্যক্তির বাসায় ডাকাতি করতে গিয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করা হয়। ঘটনার একদিন পর ভিকটিমের মা বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার সাতজন হলেন- খাগড়াছড়ির রামগড়ের মো. আমিন ওরফে নুরুল আমিন (৪০), দারোগা পাড়ার মো. অন্তরর, জেলা সদরের কুমিল্লা টিলার মো. বেলাল হোসেন (২৩), গুইমারার বড় পিলাকের মো. ইকবাল হোসেন (২১), মো. শাহীন মিয়া (১৯), মাটিরাঙার আদর্শ গ্রামের মো. আব্দুল হালিম (২৮) এবং মুসলিম পাড়ার মো. আব্দুর রশীদ। এদের মধ্যে ছয় আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পলাতক দুই আসামি হলেন সাইফুল আসলাম (৩০) ও ওমর ফারুক (২৪)।

এদিকে আদালতে জমা দেওয়া ২৫২ পৃষ্ঠার অভিযোপত্রে ২৬ জনকে সাক্ষী করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।