ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ভটভটি উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
মাগুরায় ভটভটি উল্টে চালক নিহত

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের গোপালপুর এলাকায় মাটি বোঝাই  ট্রলি উল্টে বাবু মিয়া (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার ধোয়াইল গ্রামের মোক্তার মিয়ার ছেলে।

মহম্মদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বাংলানিউজকে বলেন, স্থানীয় একটি ইটভাটায় শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার ভটভটিতে মাটি পরিবহনের কাজ করতেন বাবু। মাটি নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি গোপালপুর এলাকার রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ভটভটির চালক বাবু গুরুতর আহত হয়।   তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. কাজী আবু আহসান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।