ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে নববধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আড়াইহাজারে নববধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাজেরা আক্তার (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

শুক্রবার (১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী গ্রামে এ ঘটনা ঘটে।

হাজেরা কল্যান্দী গ্রামের রমজান মিয়ার স্ত্রী।

আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব বাংলানিউজকে জানান, তিন মাস আগে বিয়ে হয় হাজেরার। বিয়ের পর মাঝে মধ্যে মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলতেন তিনি। ঘটনার দিন এ ব্যাপারে রমজান তাকে শাসন করলে সবার অজান্তে ঘরের দরজা বন্ধ আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।  

এসআই আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রমজানের বাড়ি কল্যান্দী হলেও তিনি দাইরাদীতে বাসা  ভাড়া করে থাকতেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।