ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
মালিবাগে  ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে জখম

ঢাকা: রাজধানীর মালিবাগে একটি বাসার ভেতরে ঢুকে রাবেয়া বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে জখম করেছে দূর্বুত্তরা।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতাবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত নারীর ছেলে তানভীর হোসেন বাংলানিউজকে জানান, তারা পশ্চিম মালিবাগ ডাক্তার গলির ২২ নম্বর বাসার দোতলায় নিজেদের ফ্ল্যাটে থাকে। তার বাবা শাহাদাত হোসেন কুয়েত প্রবাসী। মালিবাগের ওই বাসায় দুই ছেলে ও মেয়েকে নিয়ে থাকেন রাবেয়া। রাতে তারা আলাদা আলাদা রুমে ঘুমিয়ে ছিল। সকালে তার মায়ের চিৎকারে ছেলে তানভীর তার রুমে গিয়ে তাকে বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

কে বা কারা বাসায় ঢুকে ওই নারীকে এলোপাথারি ছুরিকাঘাত করেছে তা বলতে পারেনি স্বজনরা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক আব্দুল খান জানান, আহতাবস্থায় ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে হাসপাতালের জরুরিবিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।