ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

জরুরি সেবার জন্য গাড়ি পেল রাজশাহী জেলা পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
জরুরি সেবার জন্য গাড়ি পেল রাজশাহী জেলা পুলিশ

রাজশাহী: জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে কেউ সাহায্যের অনুরোধ জানালে দ্রুত পৌঁছানোর জন্য দু'টি গাড়ি পেয়েছে রাজশাহী জেলা পুলিশ। গাড়ি দু'টি এখন থেকে সেবাপ্রার্থীর ফোনকলের অপেক্ষায় থাকবে।

কেউ সাহায্য চাইলে পুলিশ এ দু'টি গাড়ি নিয়ে ছুটবে।

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে গাড়ি দু'টির উদ্বোধন করেন পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে প্রতিদিন অসংখ্য মানুষকে সেবা দিয়ে চলেছে পুলিশ। রাজশাহী জেলায় ৯৯৯ এর জন্য নির্ধারিত গাড়ির কার্যক্রম চালু হওয়ায় এ জেলার সাধারণ জনগণ আরও বেশি দ্রুততার সঙ্গে সেবা পাবেন।

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল, পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।