ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
ভোলায় ট্রাকচাপায় শ্রমিক নিহত

ভোলা: ভোলায় ট্রাকচাপায় বাসেদ (৪০) নামে এক গাছ কাটা শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের আজিমুদ্দিন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসেদ সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মৃত সৃজন আলীর ছেলে।

বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বিকেলের দিকে গাছ কাটা শেষ করে শ্রমিক বাশেদ রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন ভোলা থেকে চরফ্যাশনগামী একটি ট্রাক দ্রুত গতিতে এসে পথচাররী শ্রমিককে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

পুলিশ নিহতের মরদেহ সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এছাড়াও ঘাতক ট্রাক ও হেলপারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।