ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরা  মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
মাগুরা  মোটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

মাগুরা: মাগুরা সদর উপজেলা  সিরিজদিয়া বটতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় স্বাধীন  (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত স্বাধীন  মহম্মদপুর  উপজেলার বিনোদপুরের খালিয়া গ্রামের মৃত শহীদ মোল্লার ছেলে।

আজ শনিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে  মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এদুর্ঘটনা ঘটে। এসময় মোটর সাইকেলের আরও দুই আরোহী আহত হয়েছেন।


মোহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন  বলেন,  এক মোটর সাইকেলে তিন বন্ধু মাগুরার  দিকে যাচ্ছিলেন। সিরিজদিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তিনজন আহত হন।  গুরুতর আহত চালক স্বাধীনকে মাগুরা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহত দুইজনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে  হৃদয় (১৮) ও রাজু মিয়াকে (২০) চিকিৎসা দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।