ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে অস্ত্রসহ কাউন্সিলর আজাদের ভাতিজা আজলা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
সিলেটে অস্ত্রসহ কাউন্সিলর আজাদের ভাতিজা আজলা গ্রেফতার

সিলেট: সিলেট সিটি করপোরেশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আলোচিত আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের ভাতিজা হত্যা মামলার আসামি সাদিকুর রহমান আজলাকে (২১) অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব।    

 

শনিবার (১৯ ডিসেম্বর) নগরের টিলাগড় ভাটাটিকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।

এ সময় তার হেফাজতে থাকা একটি বিদেশি রিভলবার ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

 

গ্রেফতার হওয়া মো. সাদিকুর রহমান আজলা কাউন্সিলর আজাদের বড় ভাই সাবেক পৌর কমিশনার মৃত সাজ্জাদুর রহমান সাজুর ছেলে।

 

র্যাব-৯ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, র্যাব-৯ এর উপ-অধিনায়ক মেজর মো.শওকাতুল মোনায়েম ও সহকারী পুলিশ সুপার ওবাইনের সমন্বয়ে সদর কোম্পানির একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজলা ২০১৮ সালে শাহপরান থানার একটি হত্যা মামলার আসামি। শাহপরাণ থানায় তার বিরুদ্ধে মামলা (নং-০৪ (০১) ২০১৮) আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০

এনইউ/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।