ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে দুই সপ্তাহ ধরে কিশোর নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০
রামুতে দুই সপ্তাহ ধরে কিশোর নিখোঁজ

কক্সবাজার: কক্সবাজারের রামুতে  মংমং মার্মা (১৪) নামের এক আদিবাসী কিশোর নিখোঁজ রয়েছেন।  নিখোঁজ মংমং মার্মা  বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জুমখোলা এলাকার অং ছাগ্য মার্মার ছেলে।

 

এ ঘটনায় শনিবার (১৯ ডিসেম্বর) বিকালে  রামু থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ছেলেটির বাবা অং ছাগ্য মার্মা।

থানায় দায়েরকৃত ডায়েরিতে উল্লেখ করা হয়েছে-মংমং মার্মা রামুর উপজেলা পরিষদ গেইটস্থ টিপু বড়ুয়ার মালিকানাধীন প্রণব ইলেকট্রিকের কর্মচারী ছিল। গত ৬ ডিসেম্বর ভোরে সে দোকান মালিক টিপু বড়ুয়ার বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর থেকে তার সন্ধান মিলছে না। দোকান মালিক ও স্বজনরা এ নিয়ে বিভিন্নস্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি।

ডায়েরিতে আরো উল্লেখ করা হয়েছে,নিখোঁজ মংমং মার্মার বয়স ১৪ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট, পরনে ছিল নীল রঙের ফুলহাতা গেঞ্জি। সে লেখাপড়া জানতো না এবং চট্টগ্রামের আঞ্চলিক ও মার্মা ভাষায় কথা বলে।

নিখোঁজ শিশু মংমং মার্মার সন্ধান পেলে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৮৮৩-৮২৯৪৬১।  

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২০ 
এসবি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।